জি পি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য পেয়ে যাবে 50,000 টাকা। পাশাপাশি রয়েছে আরও অনেক সুবিধা। এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি সরকারি স্কলারশিপ ও প্রকল্প রয়েছে। যার মাধ্যমে মেধাবী অথচ অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার জন্য অনেকটাই আর্থিক সুবিধা লাভ করে। তবে বর্তমানে জিনিসপত্রের যা দাম তাতে পড়াশোনার খরচ চালাতে হিমসিম খেয়ে যায় অনেক পরিবার। আর এক্ষেত্রে প্রাইভেট স্কলারশিপ শিক্ষার্থীদের অনেকটাই সুবিধা করে তোলে।
আজকের প্রতিবেদনে আমরা এরকমই একটি প্রাইভেট স্কলারশিপের কথা তুলে ধরব। ছাত্রছাত্রীরা জিপি বিরলা স্কলারশিপ নামের এই প্রাইভেট স্কলারশিপ থেকে বছরে একটি মোটা অংকের আর্থিক সুবিধা লাভ করতে পারবে। সম্পূর্ণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। কিভাবে আবেদন করতে হবে, যোগ্যতা কি কি লাগবে, ডকুমেন্টস কি কি লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
জি পি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)
স্কলারশিপের নাম | জি পি বিড়লা স্কলারশিপ |
স্কলারশিপের ধরণ | প্রাইভেট স্কলারশিপ |
সুবিধা | 50,000 টাকা |
কাদের জন্য | উচ্চ মাধ্যমিক |
আবেদন মাধ্যম | অনলাইন |
প্রদানকারী | GP Education Foundation |
অফিসিয়াল ওয়েবসাইট | www.gpbirlaedufoundation.com |
জি পি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন (GP Education Foundation) দ্বারা পরিচালিত এই জি পি বিড়লা স্কলারশিপ অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সহায়তার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী অথচ গরিব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই স্কলারশিপ শুরু হয়েছে। সব থেকে বড় কথা হলো এটি একটি প্রাইভেট স্কলারশিপ হওয়ায় ছাত্রছাত্রীরা যেকোনো সরকারি স্কলারশিপের পাশাপাশি এখানেও আবেদন করতে পারবে।
টাকার পরিমাণ: GP Birla Scholarship Amount
মেধাবী ছাত্রছাত্রীদের জি পি বিড়লা স্কলারশিপের মাধ্যমে তাদের পড়াশোনার খরচ, টিউশন ফি, হোস্টেল ফি সহ সমস্ত খরচের জন্য 50,000 টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। প্রতিবছরে একবার এই টাকা দেওয়া হয়। পাশাপাশি প্রথম বর্ষের বই কেনার জন্যও 7,000 টাকা দেবে এই স্কলারশিপ থেকে। মোট চার বছর পর্যন্ত এই টাকা পাওয়া যায়।
কারা আবেদন করতে পারবে: GP Birla Scholarship Eligibility
- উচ্চ মাধ্যমিক পাশের পর সরকার দ্বারা অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে বিজ্ঞান, বাণিজ্য, আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বিভাগে পড়াশোনা চলাকালীন এই স্কলারশিপে আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা।
- ছাত্রছাত্রীদের উচ্চমাধ্যমিকে WBCHSE বোর্ডের হলে 85% বা তার বেশি নম্বর এবং ISC/CBSE বোর্ডের অন্তর্গত হলে 90% বা তার বেশি নম্বর থাকতে হবে।
- ছাত্র-ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে।
GP বিড়লা স্কলারশিপ আবেদন প্রক্রিয়া
ছাত্রছাত্রীরা অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
অনলাইন আবেদনঃ প্রথমে জিপি বিড়লা এডুকেশনের ফাউন্ডেশনে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপরে সেখানে নিজের ইমেইল আইডি বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। পাশাপাশি সমস্ত দরকারি ডকুমেন্টস স্ক্যান করা আপলোড করতে হবে। আবেদন করা হয়ে গেলে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট আবেদন নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে যা ভবিষ্যতের রেফারেন্সের জন্য রেখে দিতে হবে।
Official Website | Apply Now |
অফলাইন আবেদনঃ এক্ষেত্রে অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটিকে ভালো করে পূরণ করে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। নিজে গিয়েও দিয়ে আসা যাবে। অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যেতে পারে।
GP Birla Scholarship Application Form | Download Now |
Address | G.P. Birla Educational Foundation, 78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019 (Landmark. Calcutta Ice Skating Rink) |