এবার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীরা যোগ্যশ্রী প্রকল্প থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ পাবে এবং সাথে পেয়ে যাবে 3,600 টাকা স্কলারশিপ। রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষায় আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্যসরকারের এটি একটি অনন্য উদ্যোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের জন্য বিভিন্ন ধরণের সুবিধাভোগী প্রকল্পের সুচনা করছে।
এবার মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু আবারও এক নতুন প্রকল্প। শিক্ষার্থীরা এই প্রকল্পে নাম লিখিয়ে পেয়ে যাবে বিনামূল্যে প্রশিক্ষণ ও বার্ষিক মোটা অংকের টাকা। সম্প্রতি 2024 সালের শুরু দিকে তিনি যোগ্যশ্রী নামের এই প্রকল্পটি সারা রাজ্য জুড়ে চালু হয়েছে। এই যোগ্যশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনের নিয়ম কি? এই সমস্ত উত্তর পেতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।আবেদন করা সরাসরি লিংক আপনাদের জন্য নিচে দেওয়া থাকবে।
যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme 2024)
প্রকল্পের নাম | যোগ্যশ্রী প্রকল্প |
প্রকল্পের ধরণ | রাজ্য সরকারের প্রকল্প |
সুবিধা | বিনামূল্যে প্রশিক্ষণ ও স্কলারশিপ |
সুবিধাভোগী | রাজ্যের শিক্ষার্থীরা |
আবেদন মাধ্যম | অনলাইন বা অফলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbbcdev.gov.in |
বর্তমানে রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পাশের পর বিভিন্ন ধরণের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। কিন্ত মেধাবী অথচ অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্রছাত্রীরা এই সমস্ত পরীক্ষার খরচ অনেকটাই বেশি হওয়াই ঠিক মতো প্রস্তুতি নিতে পারে না। তাই রাজ্য সরকার যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে SC/ST ছাত্রছাত্রীরা JEE, WBJEE, NEET ইত্যাদি পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ পাবে। ওই সমস্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবেন রাজ্য সরকার।
চলতি বছরের 4ঠা জানুয়ারি এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্যশ্রী প্রকল্পের ঘোষণা করেন। কিন্ত গত দুই বছরের এই প্রকল্পের আওতায় 36 টি সেন্টারে মোট 2,880 জন তফসিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী বিভিন্ন টেকনিক্যাল কোর্সে স্থান পেয়েছে। তাই এই প্রকল্পটি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এই প্রকল্পে প্রশিক্ষণের সময় 196 ঘন্টা থেকে বাড়িয়ে 300 ঘন্টা করা হয়েছে। তার সাথে সেন্টারের সংখ্যা বাড়িয়ে 50 টি করা হয়েছে, যেখানে মোট 2000 জন্য শিক্ষার্থী একসাথে প্রশিক্ষণের সুযোগ পাবে।
আরও পড়ুনঃ TaTa Capital Scholarship: টাটা ক্যাপিটাল স্কলারশিপ, আবেদন করলেই মিলবে 10,000 টাকা
যোগ্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য
আমাদের পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীগুলির অনেকটাই পিছিয়ে রয়েছে। অর্থনৈতিক পরিকাঠামোর জন্য তাদের ছেলে মেয়েরা তেমনভাবে প্রশিক্ষণ নিতে পারেনা তাই তারা উচ্চশিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। তাদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীরা যাতে বিনামূল্যে JEE, WBJEE, NEET এর পাশাপাশি সরকারি চাকরির প্রশিক্ষণ পায় সেই ব্যবস্থা করেছেন এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে।
যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা
- এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে এসসিএসটি ছাত্রছাত্রীরা JEE, WBJEE, NEET এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ পাবে।
- এই প্রশিক্ষণ দেবার জন্য রাজ্যে মোট 50 টি সেন্টারে মোট 2000 জন SC,ST,OBC ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ দেওয়া হবে 6 মাস ধরে। সপ্তাহে তিন দিন করে ক্লাস নেওয়া হবে। মোট 320 ঘণ্টা ক্লাস চালানো হবে।
- প্রশিক্ষণ চলাকালীনই ছাত্রছাত্রীরা মাসে 300 টাকা করে বছরে সর্বমোট 3,600 টাকা স্কলারশিপ স্টাইপেন্ডও পাবে।
কারা যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন?
এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে কোনো জেনারেল ক্যাটাগরি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন না। কেবলমাত্র এসসি, এসটি ক্যাটাগরি ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই প্রকল্প পরিচালনার দায়িত্বভার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের দ্বারা।
আরও পড়ুনঃ তরুণের স্বপ্ন প্রকল্প 2024 ট্যাবের টাকা কবে দেবে? Tab er Taka নতুন আপডেট
কিভাবে আবেদন করবেন (Online/Offline Application Process)
যোগ্যশ্রী প্রকল্পের পরিচালনার দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের উপর। SC/ST/OBC Development অফিসিয়াল ওয়েবসাইটে https://www.wbbcdev.gov.in/ এর জন্য অনলাইনে আবেদন ইতিমধ্যই শুরু হয়ে গিয়েছে, তবে ছাত্র ছাত্রীরা নিকটবর্তী সহায়ক অফিস থেকেও ফর্ম সংগ্রহ করে আবেদন করা যাবে।
আবেদন করার সরাসরি লিংক | Apply Here |
প্রতিটি ছাত্রছাত্রী হল সেই দেশ তথা রাজ্যের ভবিষ্যৎ। কোনো রাজ্য বা দেশের সার্বিক উন্নতি করতে হলে সেই দেশের ছাত্র ছাত্রীদের শিক্ষিত করে তোলাটা আবশ্যিক। বর্তমান সময়ে এই রাজ্যে আরো বেশি সংখ্যক সেন্টারের মাধ্যমে এই প্রশিক্ষণ গুলি দেওয়া হবে। তাই মনে করা হচ্ছে যে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবেন।