সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

India Post GDS Recruitment 2024: মাধ্যমিক পাশে 44 হাজার শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

Published On:
জয়েন করুন

মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। ইতিমধ্যেই ভারতীয় পোস্ট অফিস থেকে গ্রামীণ ডাক সেবক নিয়োগের (GDS Recruitment 2024) অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে এবং মেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবে।

সব থেকে ভালো বিষয় গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি মেরিট লিস্টের ভিত্তিতে চাকরি পাবে প্রার্থীরা। ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে আবেদন করবেন, বয়স কত দরকার, শূন্য পদের সংখ্যা কত, বেতন কাঠামো কি রয়েছে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কি কি যোগ্যতা লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

GDS Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বর 17-03/2024-GDS
পদের নাম GDS
মোট শূন্যপদ 44,228 টি
আবেদন মাধ্যম অনলাইন
নিয়োগকারী সংস্থা Indian Post

পদের নাম

  • ব্রাঞ্চ পোস্টমাস্টর (BPM)
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)
  • ডাক সেবক (Dak Sevak)

শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সারা ভারত জুড়ে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক 2024 সালে মোট 44,228 টি শূন্য পদে নিয়োগ করা হবে। যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য মোট শূন্য পদে রয়েছে 2,514 টি

বেতন কাঠামো

গ্রামীণ ডাক সেবক এর বেতন হিসেবে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের ক্ষেত্রে মাসিক 12,000 টাকা থেকে 29,380 টাকা দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবক পদের ক্ষেত্রে 10,000 টাকা থেকে 24,470 টাকা দেওয়া হবে।

BPM 12,000 – 29,380
ABPM/GDS 10,000- 24,470

শিক্ষাগত যোগ্যতা

পোস্ট অফিস GDS Recruitment 2024 এর জন্য আবেদন করতে হলে প্রার্থীদের সরকার দ্বারা অনুমোদিত যেকোনো বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর যথেষ্ট কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভালোভাবে সাইকেল চালাতেও জানতে হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিতে পারেন।

আরও পড়ুনঃ SSC MTS Notification 2024: মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার নিয়োগ, মোট শূন্যপদের সংখ্যা 8,326 টি

বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স 05.08.2024 তারিখ অনুযায়ী হিসেব করা হবে। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে।

Schedule Caste/Scheduled Tribe (SC/ST) 5 years
Other Backward Classes (OBC) 3 years
Economically Weaker Sections (EWS) No relaxation
Persons with Disabilities (PwD) 10 years
Persons with Disabilities (PwD) + OBC 13 years
Disabilities (PwD) + SC/ST 15 years

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই মেরিট লিস্ট তৈরি করা হবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে।

আরও পড়ুনঃ Indian Bank Apprentice Recruitment 2024: ইন্ডিয়াল ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস নিয়োগ, মোট শূন্যপদের সংখ্যা 1,500 টি

গ্রামীণ ডাক সেবক আবেদন প্রক্রিয়া: GDS Recruitment 2024 Online Apply

আগ্রহী প্রার্থীদের সরাসরি ভারতীয় ডাক বিভাগ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে নিজের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। পাশাপাশি সমস্ত দরকারি ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আবেদন পত্রের একটি কপি নিজের কাছে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন।

Official Website Apply Now
Official Notice Download Now

আবেদন ফি

জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে 100 টাকা জমা করতে হবে। তা বাদে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর প্রার্থী মহিলা প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।