স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে চালু হওয়া SBI শিশু মুদ্রা ঋণ যোজনা (SBI Shishu Mudra Loan Yojana 2024) থেকে নতুন ব্যবসায়ীরা পেয়ে যাবে মোটা অংকের লোন সুবিধা। আজকের দিনে দেশে চাকরির হাল এমন যে অনেকেই সেই পথ থেকে সরে এসে নিজের ব্যাবসার শুরু করার দিকে বেশি আগ্রহী। অনেকেই আছে যারা নিজেদের নতুন ব্যাবসা শুরু করতে চায়। কিন্তু হাতে সেই রকম টাকা না থাকায়, ব্যবসা শুরু করতে পারেন না। তবে এখন আর চিন্তা করতে হবে না।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নতুন ব্যাবসায়ীদের লোন দেওয়া হবে। এখন থেকে ব্যবসায়ীরা তাদের নতুন ব্যবসার জন্য 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত লোন পেয়ে যাবে এই প্রকল্পের হাত ধরে। আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তবেই আপনাকে এই ঋণ দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি এই ঋণ এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে পারবেন। আর যদি এই লোনের সুদের কথা বলি, তাহলে এই লোনের উপর প্রতি বছর 12% সুদ দিতে হবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এক নজরে দেখে নিই SBI শিশু মুদ্রা লোন স্কিম 2024 আবেদন কিভাবে করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।
SBI Shishu Mudra Loan Yojana 2024
প্রকল্পের নাম | SBI শিশু মুদ্রা ঋণ যোজনা |
প্রকল্পের ধরণ | কেন্দ্র সরকারের প্রকল্প |
সুবিধা | 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত লোন |
সুবিধাভোগী | নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ী |
আবেদন মাধ্যম | অনলাইন বা অফলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | sbi.co.in |
SBI শিশু মুদ্রা লোন স্কিম 2024
সারা দেশ জুড়ে যারা নিজেদের ব্যবসা শুরু করতে চায় কিংবা যারা ইতিমধ্যেই ছোট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ঋণ দেওয়ার লক্ষ্যেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই SBI Shishu Mudra Yojana শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে দেওয়া এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের সাহায্য করার জন্য 50,000 প্রদান করা হয় । যা আবেদনকারীকে 60 মাস বা 5 বছরের আগে পরিশোধ করতে হবে। এছাড়াও, এই ঋণের উপর বার্ষিক 12% সুদও নেওয়া হয়।
এসবিআই শিশু মুদ্রা ঋণ প্রকল্পের সুবিধা
- এই ঋণ শুধুমাত্র সেইসব ব্যবসায়ীদের দেওয়া হয় যারা বাজারে নতুন ব্যবসা শুরু করতে চায়।
- এই স্কিমের অধীনে 50000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
- কোনোরকম গ্যারান্টি ছাড়াই ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়।
- ঋণের উপর বার্ষিক 12% সুদের হার চার্জ করা হয়।
- শুধুমাত্র 5 বছরের মধ্যে আবেদনকারীকে পরিশোধ করতে হবে।
SBI Shishu Mudra Loan Yojana Eligibility
আপনি যদি এসবিআই শিশু মুদ্রা লোন নিতে চান, তাহলে আপনার তথ্যের জন্য, আমরা আপনাকে বলি যে এই স্কিমের সুবিধা পেতে, আপনাকে নীচে উল্লিখিত যোগ্যতা পূরণ করতে হবে। আপনি যদি এই যোগ্যতা পূরণ না করেন তবে আপনি এই স্কিমের সুবিধা পাবেন না।
- এই ঋণ পেতে আবেদনকারীর বয়স 18 বছরের বেশি তবে 60 বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর নিজস্ব ব্যবসা থাকলেই তবে এই ঋণ দেওয়া হবে।
- এই সুবিধা পেতে আবেদনকারীর কমপক্ষে একটি 3 বছরের পুরানো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
SBI শিশু মুদ্রা ঋণ যোজনা আবেদন প্রক্রিয়া
SBI Shishu Mudra Loan Yojana 2024 জন্য সরাসরি অফলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো।
- প্রথমে আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিকটতম যেকোনো শাখায় যেতে হবে।
- ব্যাঙ্কের শাখায় যাওয়ার পরে,সেখানে যেকোনো কর্মচারীর সাথে এই স্কিমের বিষয়ে আপনাকে কথা বলতে হবে।
- এরপরে, আপনাকে এই স্কিমে আবেদন করার জন্য একটি আবেদনপত্র দেওয়া হবে।
- আবেদনপত্রে সমস্ত তথ্য মনোযোগ সহকারে পূরণ করতে হবে এবং যে সমস্ত শর্তগুলি রয়েছে সেগুলি ভালো করে পড়ে নিতে হবে।
- আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্স কপি যুক্ত করতে হবে।
- সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ব্যাঙ্ক কর্মীদের কাছেই আবেদনপত্রটি জমা দিতে হবে।
Official Website | Click Here |
Application Form | Download Now |
আবেদন পত্র জমা দেওয়ার পর আপনার আবেদনপত্রটি ব্যাঙ্ক কর্তৃপক্ষ দ্বারা ভালো করে যাচাই করা হবে। আবেদনপত্র ঠিকঠাক থাকলে এই ঋণের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস
- আধার কার্ড
- প্যান কার্ড
- ঠিকানা প্রমাণ
- আমি সার্টিফিকেট
- ব্যাংক জমা – খরচের বিবেরণ
- ক্রেডিট কার্ড রিপোর্ট
- ব্যবসার পরিমাণ
- মোবাইল নম্বর