সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন চলবে 5 আগস্ট পর্যন্ত

Published On:
জয়েন করুন

রাজ্যের একটি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, শূন্য পদের সংখ্যা কত, কোন কোন পদে নিয়োগ হবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। প্রতিদিন এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর DHFWS/DPMU-II/AYUSH/784
পদের নাম Ayush Doctor, Multi Purpose Worker
শূন্যপদ 4 টি
আবেদন মাধ্যম অনলাইন
নিয়োগকারী সংস্থা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি

(1) পদের নাম

Ayush Doctor

শূন্যপদের সংখ্যা

Ayush Doctor (Mobile Medical Unit) 1 টি
Ayush Doctor (Ayurveda) 1 টি
Ayush Doctor (Lymphatic Filariasis) 1 টি

বেতন কাঠামোঃ উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে সরকার দ্বারা অনুমোদিত যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিতে  (BHMS) গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও যথেষ্ট কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর থেকে 50 বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুনঃ ITBP Recruitment 2024: বিপুল সংখ্যক শূন্যপদে ITBP কনস্টেবল নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে সরকারি চাকরি

(2) পদের নাম

Multi Purpose Worker

শূন্যপদের সংখ্যাঃ উক্ত পদের ক্ষেত্রে মোট 1 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন কাঠামোঃ এই পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মাসিক 15000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে সরকার দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারের ওপর কমপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

Ayush Doctor

  • Basic Qualification NHMS: 85 Marks
  • Experience: 15 Marks

Multi Purpose Worker

  • Basic Qualification Graduation: 75 Marks
  • Computer Test: 15
  • Experience: 10 Marks

আরও পড়ুনঃ রাজ্যে ব্লক ভিত্তিক আশা কর্মী নিয়োগ 2024, শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

আবেদন প্রক্রিয়া

সকল আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে এবং সঙ্গে সমস্ত দরকারি ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। অনলাইনে আবেদন চলবে 18.07.2024 তারিখ থেকে 05.08.2024 তারিখ পর্যন্ত।

Official Website Apply Now
Official Notice Download Now

আবেদন ফি

জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি হিসেবে নির্ধারিত করা হয়েছে।