Colgate Scholarship 2024: কোনো একটা মহৎ লক্ষ্য অর্জন করার পথে অর্থই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা। বিশেষ করে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি বড় হয়ে দাঁড়ায়। অথচ, প্রতিটি মেধাবী ছাত্রছাত্রীরই রয়েছে তাদের স্বপ্ন পূরণের অধিকার। এই অধিকারকেই সত্যি করে তুলতে এগিয়ে এসেছে কোলগেট ইন্ডিয়া। বিশ্বের শীর্ষস্থানীয় টুথপেস্ট প্রস্তুতকারক কোম্পানি কোলগেট, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ স্কলারশিপ।
তাহলে চলুন বেশি দেরি না করে একে একে দেখে নিই কারা কারা এই Colgate Scholarship 2024 আবেদন করতে পারবেন, এই স্কলারশিপের জন্য, কেমন আছে আবেদনের পদ্ধতি, কী পরিমাণ অর্থ পাওয়া যাবে, আর কবে শেষ হবে আবেদনের সময়সীমা।
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ (Colgate Scholarship 2024)
ডেন্টাল সার্জারি, দাঁতের সেই মায়াময় জগৎ – যেখানে একটু কারুকাজ, একটু মমত্ব মুছে দিতে পারে যেকোনো ব্যথার আঁধার, ফিরিয়ে দিতে পারে আপনার হাসির উজ্জ্বলতা। কিন্তু এই পথ চলা সহজ নয়। লেখাপড়ার খরচ, টিউশন ফি, হোস্টেল ফি, খাবার, ইলেকট্রনিক ডিভাইস সহ আরও সবকিছু অনেক মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্নকেই আটকে দেয় এই বাধা। কিন্তু কোলগেট এগিয়ে এসেছে সেই বাধা ভাঙতে, হাত বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক সাহায্যের।
হাজার হাজার টাকার এই Colgate Scholarship 2024 স্কলারশিপ শুধু অর্থনৈতিক সাহায্যই করে না, বরং বহু মেধাবী ছাত্রছাত্রীরই উৎসাহিত করে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে।
বৃত্তির পরিমানঃ কোলগেট স্কলারশিপে নির্বাচিত প্রার্থীরা বছরে 75000 টাকা বৃত্তি হিসাবে পাবে। শিক্ষার্থীরা তাদের একাডেমিক খরচ, টিউশন ফি, হোস্টেল ফি, খাবার খরচ, ইলেকট্রনিক ডিভাইস এবং অনলাইন শিক্ষার উপকরণগুলির জন্য খরচ করতে পারবে।
কারা আবেদন করতে পারবেন (Colgate Scholarship Eligibility)
- আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই ডেন্টাল সার্জারিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি করতে হবে।
- যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি ইনস্টিটিউটে BDS বা ব্যাচেলরর্স অফ ডেন্টাল সার্জারি কোর্সে ভর্তি থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় 4 লক্ষ টাকার নিচে হতে হবে।
আরও পড়ুনঃ সবাইকে 40,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে PNB, আবেদন করুন এখনই
কোলগেট স্কলারশিপ আবেদনের পদ্ধতি (Colgate Scholarship Apply Online)
- প্রথমে Buddy4Study ওয়েবসাইটে যান এবং এরপরে রেজিস্টারড আইডি দিয়ে সেখানে লগইন করেত হবে। এক্ষেত্রে আইডি রেজিস্টার না থাকলে, ফোন নম্বর আর ইমেইল দিয়ে রেজিস্টার করে নিন।
- তারপর “Colgate Keep India Smiling Scholarship Program” অংশে আবেদনের পৃষ্ঠায় যান ও Start Application বাটনে প্রেস করে আবেদন প্রক্রিয়া শুরু করুন।
- সমস্ত তথ্য নির্ভুলভাবে দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরন করতে হবে ও তার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
- সবশেষে ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করে ‘প্রিভিউ’ অপশনে ক্লিক করে ফাইনাল চেক করে Submit Now অপশনে গিয়ে আবেদন পদ্ধতি সম্পন্ন করুন।
Buddy4Study Website | Apply Now |
প্রয়োজনীয় কাগজপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনকারীর আধার কার্ড।
- দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের রসিদ।
- প্রার্থীর মাসিক আয়ের প্রমান (সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা আয়ের শংসাপত্র/বিপিএল সার্টিফিকেট/বেতন স্লিপ )
- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান (কলেজ আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)
আবেদনের শেষ তারিখঃ ইচ্ছুক প্রার্থীরা ৩১ শে জানুয়ারী ২০২৪ এর মধ্যে আবেদন করতে পারবেন।
যোগাযোগঃ টেলিফোনঃ 011-430-92248 (এক্সট-125), ইমেইলঃ [email protected] (সোম থেকে শুক্রবার – 10:00 AM থেকে 06:00 PM (IST)