সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

এই নতুন প্রকল্পে 10,000 টাকা পর্যন্ত দেবে সরকার, কিভাবে পাবেন জানুন বিস্তারিত

Published On:
জয়েন করুন

রাজ্যের কৃষকদের উন্নতি সাধনের কথা চিন্তা করে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্পের প্রচলন রয়েছে, হোক সেটা কেন্দ্র সরকারের কিংবা রাজ্য সরকারের। উভয় পক্ষ থেকেই কৃষকদের জন্য বিভিন্ন সুবিধাভোগী প্রকল্প চালু করা হয়েছে। 

একদিকে যেমন রয়েছে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প। যা রাজ্যের কৃষকদের বছরে একটি নির্দিষ্ট পরিমানের আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। ঠিক সেরকমই অন্যদিকে রয়েছে কেন্দ্র সরকারের পিএম কিষান যোজনা, যার দ্বারা দেশের লক্ষ লক্ষ কৃষক মোটা অংকের টাকা পেয়ে থাকে। মোট কথা এই দুই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা অনেকটাই লাভবান হন।

আপনার হয়তো প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার নথিভুক্ত কৃষকদের প্রত্যেক বছরে 4 হাজার থেকে 10 হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে। রবি ও খারিফ এই দুই মরশুমে চাষবাসের সাহায্যের জন্য এই টাকা দেওয়া হয়ে থাকে।

তবে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের উন্নতির জন্য একটি নতুন ঘোষণা করেন। এবার থেকে নাকি কৃষক বন্ধু প্রকল্পে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে। এবার থেকে বর্ষাতেও কৃষক বন্ধুর টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী রাজ্যের মোট 1.5 কোটি কৃষকদের জন্য প্রায় 2900 কোটি টাকার ফান্ড ঠিক করা হয়েছে। ইতিমধ্যেই অনেক কৃষকের একাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যারা এখনো টাকা পায়নি, তারাও কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে।

উল্লেখ্য 2019 সালের পর থেকে এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রায় 18,235 কোটি টাকা দেওয়া হয়েছে।

এছাড়াও, যে সমস্ত কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে তাদের মধ্যে কোন কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে। 2019 সাল থেকে এখনো পর্যন্ত মোট 1,12,000 কৃষকদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ও সেখানে গিয়ে আবেদন করতে হবে।

কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক 

(1) প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (www.krishakbandhu.net) ভিজিট করতে হবে।

(2) ওয়েবসাইটের উপরের ডানদিকে “Login” বাটনে ক্লিক করতে হবে। এরপরে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। এক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন না করা থাকলে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

(3) তারপরে “Beneficiary List” বা “Status Check” অপশনে ক্লিক করে নিজের ভোটার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। 

(4) এরপরেই আপনার সামনে ভেসে উঠবে আপনার কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস।

Official WebsiteClick Here
Helpline No1800-103-7010