ব্যাঙ্কের চাকরির জন্য অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় খুশির খবর। সারা ভারতজুড়ে IBPS পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন IBPS Clerk Notification 2024 প্রকাশ হয়েছে। সব মিলিয়ে প্রায় 6,000 এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সবকটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত দরকার, নির্বাচন কিভাবে হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
IBPS Clerk Notification 2024
বিজ্ঞপ্তি নম্বর | CRP CLERKS -XIV |
পদের নাম | Clerk |
মোট শূন্যপদ | 6128 টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
নিয়োগকারী সংস্থা | IBPS |
পদের নাম
IBPS Clerk
যে সমস্ত ব্যাঙ্কে নিয়োগ করা হবে
- Bank of Baroda
- Canara Bank
- Indian Overseas Bank
- UCO Bank
- Bank of India
- Central Bank of India
- Punjab National Bank
- Union Bank of India
- Bank of Maharashtra
- Indian Bank
- Punjab & Sind Bank
মোট শূন্যপদ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের বিভিন্ন ব্যাঙ্কে সব মিলিয়ে প্রায় মোট 6128 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারী প্রার্থীদের সরকার দ্বারা অনুমোদিত যেকোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অন্যতম গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।
- এছাড়াও কম্পিউটারে যথেষ্ট দক্ষ হতে হবে। প্রার্থীদের কম্পিউটার সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীদের নিজস্ব রাজ্যের অফিসিয়াল ভাষায় দক্ষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এই বয়স হিসেব করতে হবে 01.07.2024 তারিখ অনুযায়ী। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ SC,ST,OBC প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া রয়েছে।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা ও মেইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে 2,700 শূন্যপদে কর্মী নিয়োগ, প্রত্যেক মাসে মিলবে স্টাইপেন্ড
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিংক আপনাদের সুবিধার জন্য নিচে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে নিজের নাম ও মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন পত্রটি ভালো করে পূরণ করতে হবে। তারপরে সমস্ত ডকুমেন্টস আপলোড করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবেদনপত্রটি সাবমিট করে একটি প্রিন্ট আউট করে নিতে হবে।
Official Notice | Download Now |
Official Website | Apply Now |
আবেদন মূল্য
OBC/জেনারেল/EWS | 850 টাকা |
SC/ST/PWD175 | 175 টাকা |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 01/07/2024 |
আবেদন শেষ | 21/07/2024 |