ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (ITBP) ফোর্স থেকে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি (ITBP Recruitment 2024 Notification) প্রকাশিত হয়েছে। রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বিশেষ করে যারা মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির খোঁজ করে থাকেন তাদের জন্য এটা একটা আকর্ষণীয় সুযোগ। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে কনস্টেবল পদের জন্য।
সারা দেশের যেকোনো প্রান্ত থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরও প্রতিটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি লাগবে, বয়স কত দরকার, শূন্য পদের সংখ্যা কত এছাড়াও আবেদন কবে শেষ হবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ITBP Recruitment 2024
বিজ্ঞপ্তি নম্বর | CBC 19143/11/0010/2425 |
পদের নাম | Constable |
মোট শূন্যপদ | 143 টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
নিয়োগকারী সংস্থা | ITBP |
পদের নাম
- Constable (Barber)
- Constable (Safai Karamchari)
- Constable (Gardener)
শূন্যপদের সংখ্যা
এখানে সবমিলিয়ে মোট 143 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Post Name | Total Vacancies |
Constable (Barber) | 5 |
Constable (Safai Karamchari) | 107 |
Constable (Gardener) | 37 |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে সরকার দ্বারা অনুমোদিত যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে যথেষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
Constable (Barber) | 18-25 Years |
Constable (Safai Karamchari) | 18-25 Years |
Constable (Gardener) | 18-23 Years |
নির্বাচন প্রক্রিয়া
- Physical Test (PET/ PST)
- Document Verification
- Written Exam
- Medical Examination
আরও পড়ুনঃ India Post GDS Recruitment 2024: মাধ্যমিক পাশে 44 হাজার শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
আবেদন প্রক্রিয়া: ITBP Recruitment 2024 Apply Online
আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের সকলের সুবিধার্থে নিচে আবেদনের লিংক দেওয়া রয়েছে। সেই লিংকে ক্লিক করলে সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এরপরে সেখানে “Recruitment“ সেকশনে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্রটি ওপেন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও দরকারি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে সবকিছু ভালো করে দেখে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিবেন।
Official Website | Apply Now |
Official Notice | Download Now |