সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

Nabanna Scholarship 2024: নবান্ন স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা পাবে 10,000 টাকা, আবেদন পদ্ধতি জানুন বিস্তারিত

Last Updated:
জয়েন করুন

বর্তমানে যে হারে সব জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে দিন দিন শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করা আরও কঠিন হয়ে উঠছে। বিশেষ করে একজন শিক্ষার্থী মাধ্যমিক পাশ করে নেওয়ার পর তার পড়াশোনার খরচ তুলনামুলক ভাবে এবারে একটু বেড়েই যায়। কিন্ত আমাদের রাজ্যে এমন অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনার খরচ বহন তো দুরের কথা, দুবেলা দু মুঠো ঠিক পর্যন্ত খেতে পর্যন্ত পায় না। আর এই সব শিক্ষার্থীদের জন্যই রয়েছে রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া এই স্কলারশিপে প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আবেদন করে একটা অঙ্কের আর্থিক অনুদান পেয়ে থাকে। তাই কাজেই এই স্কলারশিপটি রাজ্যের শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় স্কলারশিপ। আজকের এই প্রতিবেদনে আমরা এই স্কলারশিপ নিয়ে যাবতীয় তথ্য আলোচনা করব। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কি লাগবে, কত টাকা অনুদান পাওয়া যায় এই স্কলারশিপ থেকে, আবেদন কিভাবে করতে হবে।

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হল এই নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship 2024)। কিন্তু আসলে এই স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ নয়, এই স্কলারশিপের আসল নাম হল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, যেটা ছাত্র-ছাত্রীদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে। আবার উত্তরবঙ্গের দিকে একে অনেকে উত্তরকণ্যা স্কলারশিপ নামে চিনে থাকে। 

স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ
প্রদানকারীপশ্চিমবঙ্গ সরকার
আর্থিক অনুদানবার্ষিক ১০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা নূন্যতম ৫০% নম্বর
আবেদন মাধ্যম অনলাইন

মাধ্যমিক পাশের পর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় এবং উচ্চ মাধ্যমিক পাশের পর বিভিন্ন স্নাতক কোর্স (B.A, B.Sc, B.Com) এবং স্নাতকোত্তর স্তরের (M.A, M.Sc) পাঠরত সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • একাদশ শ্রেণীর জন্য মাধ্যমিক পরীক্ষায় মোট ৫০% বা তার বেশি কিন্তু ৬০% এর কম নম্বর হতে হবে।
  • স্নাতক বা স্নাতকোত্তর স্তরের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৫০% বা তার বেশি কিন্তু ৫৩% এর কম নম্বর থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ

  • শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার বেশি হওয়া উচিত নয়।

এই স্কলারশিপের প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ হিসেবে বার্ষিক ১০,০০০ টাকার অনুদান দেওয়া হয়। এই টাকার সাহায্যে শিক্ষার্থীরা আপনাদের পড়াশোনার বিভিন্ন ধরনের খরচ এবং টিউশনি ফি, কলেজ ফি সহ আরো অন্যান্য যা খরচ আছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে।

এখন প্রশ্ন হলো নবান্ন স্কলারশিপ কিভাবে পাবো? নবান্ন স্কলারশিপে আগে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হতো। তখন সরাসরি নবান্ন অফিসে গিয়ে আবেদনপত্র পূরণ করে দিয়ে আসতে হতো। কিন্তু আগের বছর ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষ থেকে অনলাইনে নতুন পোর্টাল চালু হয়েছে। সেখানে সমস্ত রকমের আবেদন প্রক্রিয়া ও ভেরিফিকেশনের কাজ করা হয়ে থাকে। এই পোর্টালটির নাম হল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ পোর্টাল

এখানে আবেদন করার জন্য, প্রথমে এই পোর্টালে এসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপরে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আবেদনপত্রটির সমস্ত তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে একবার ভালো করে সবকিছু প্রিভিউ করে নিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট  অপশনে ক্লিক করে আবেদন ফর্মটা সাবমিট করে দিতে হবে।

Official WebsiteApply Now

আবেদন করারা সময় শিক্ষার্থীদের নিম্নে উল্লিখিত সমস্ত ডকুমেন্টসগুলো কাছে রাখতে হবে।

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
  • আধার কার্ড।
  • শেষ বার্ষিক পরীক্ষার মার্কশিট।
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
  • শিক্ষার্থীর নিজস্ব ব্যঙ্ক অ্যাকাউন্ট।
  • MLA/MP রেকমেন্ডশন ও স্ব ঘোষণাপত্র।

আরও পড়ূনঃ কোলগেট স্কলারশিপে ছাত্রছাত্রীরা পাবে ৭৫,০০০ টাকা, কিন্ত কারা পাবে এই বৃত্তি দেখে নাও চটজলদি

শিক্ষার্থীদের এই স্কলারশিপ সম্বন্ধে কোনরকম প্রশ্ন ও কোন কিছু জানার থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সুবিধার জন্য সঙ্গে একটা টোল ফ্রি নম্বরও দেওয়া আছে, যার সাহায্য তোমরা ফোন করে সমস্ত কিছুই জেনে নিতে পারবে।

ঠিকানাসহকারী সচিব, মুখ্যমন্ত্রীর কার্যালয়, নবান্ন 325, শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া – 711102
The Assistant Secretary, Chief Minister’s Office, Nabanna 325, Sarat Chatterjee Road, Howrah – 711102
টেলিফোনToll Free Number : (033) 2214 1902 বা (033) 2253 5278
ইমেলMail: [email protected]