রাজ্যের শিক্ষা ব্যাবস্থা উন্নতি সাধন করতে অনেক সময়ই একাধিক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এদের মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো Oasis scholarship। অর্থনৈতিক পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর আর্থিক সুবিধা পেয়ে থাকে। এই স্কলারশিপ সবথেকে বেশি জনপ্রিয় হল SC, ST এবং OBC ছাত্রছাত্রীদের কাছে। কেননা এই স্কলারশিপ পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো নাম্বারের প্রয়োজন হয় না, শুধুমাত্র পাশ নাম্বার থাকলেই আবেদন করা যায়। ওয়েসিস স্কলারশিপের অধীনে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীরা সুবিধা লাভ করে থাকে।
ওয়েসিস স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হবে, আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে, কত টাকা পাওয়া যায় এই স্কলারশিপের মাধ্যমে ইত্যাদি যাবতীয় তথ্য বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
স্কলারশিপের নাম | ওয়েসিস স্কলারশিপ |
সুবিধা | 2,500 টাকা থেকে 30,000 টাকা |
কাদের জন্য | SC/ST ও OBC |
আবেদন মাধ্যম | অনলাইন |
প্রদানকারী | পশ্চিমবঙ্গ সরকার |
অফিসিয়াল ওয়েবসাইট | oasis.gov.in |
ওয়েসিস স্কলারশিপ (Oasis scholarship)
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সমস্ত স্কলারশিপগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হলো এই ওয়েসিস স্কলারশিপ (Oasis scholarship)। ওয়েসিস স্কলারশিপের সম্পূর্ণ নাম হলো “অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিস“।
রাজ্যের শ্রেণীভুক্ত পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে চালু হয় এই Oasis scholarship স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের “অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর” দ্বারা স্কলারশিপ পরিচালনা করা হয়।
ওয়েসিস স্কলারশিপে মূলত দুটি স্টেজ রয়েছে, যথাক্রমে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক। এই স্কলারশিপে একদম নবম শ্রেণী থেকেই আবেদন করা যায় এবং স্নাতকোত্তর স্তরে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট, পলিটেকনিক প্রভৃতি ক্ষেত্রে এই স্কলারশিপের অর্থ পাওয়া যায়।
ওয়েসিস স্কলারশিপ কারা আবেদন করতে পারবে (Oasis scholarship Eligibility)
- এই স্কলারশিপ আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই SC/ST/OBC ক্যাটাগরির হতে হবে।
- নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে প্রিম্যাট্রিক স্কলারশিপের জন্য।
- পরবর্তীতে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের সুবিধা লাভ করতে পারবে।
- SC/ST শ্রেণীভুক্ত শিক্ষার্থীদের পারিবারিক বার্ষিক আয় অবশ্যই 2,50,000 টাকার কম হতে হবে। OBC শ্রেণীভুক্ত শিক্ষার্থীদের বার্ষিক আয়ের সীমা হতে 1,00,000 লক্ষ টাকার কম।
- আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই রাজ্যের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা অবস্থায় থাকতে হবে।
ওয়েসিস স্কলারশিপে কত টাকা পাওয়া যায় (Oasis scholarship Amount)
ওয়েসিস স্কলারশিপ (Oasis scholarship) টাকা রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মিলিতভাবে দিয়ে থাকে। এক্ষেত্রে 60% দিয়ে থাকে রাজ্য সরকার ও বাকি 40% দিয়ে থাকে কেন্দ্র সরকার। তাই অনেক সময়ই শিক্ষার্থী একবারে অথবা দুই বারে এই স্কলারশিপের টাকা পেয়ে থাকে।
SC বিভাগের শিক্ষার্থী:
বিভাগ | ডে স্কলার | হোস্টেলার |
পি ম্যাট্রিক স্কলারশিপ | 3,500 টাকা | 10,000 টাকা (রাজ্য) + 7,000 টাকা (কেন্দ্র) |
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ | 7,000 টাকা | 13,500 টাকা (রাজ্য) + 13,500 টাকা (কেন্দ্র) |
স্নাতক সাধারণ কোর্স | 3,000 টাকা | 12,000 টাকা (রাজ্য) + 6,000 টাকা (কেন্দ্র) |
10 + 2 ইন্টারমিডিয়েট সিস্টেম পলিটেকনিক আইটিআই কোর্সে পাঠরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা | 2,500 টাকা | 12,000 টাকা (রাজ্য) + 4,000 টাকা (কেন্দ্র) |
ফার্মাসি/ ল/ নার্সিং ও হোটেল ম্যানেজমেন্ট সহ প্রভৃতি কোর্সের জন্য | 6,500 টাকা | 12,000 টাকা (রাজ্য) + 9,500 টাকা (কেন্দ্র) |
মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ এমফিল/ পিএইচডি/ এমএল এম শিক্ষার্থ | 7,000 টাকা | 13,500 টাকা (রাজ্য) + 13,500 টাকা (কেন্দ্র) |
ST বিভাগের শিক্ষার্থী:
বিভাগ | ডে স্কলার | হোস্টেলার |
পি ম্যাট্রিক স্কলারশিপ | 2,250 টাকা | 10,000 টাকা (রাজ্য) + 5,250 টাকা (কেন্দ্র) |
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ | 6,600 টাকা | 14,400 টাকা (রাজ্য) + 14,400 টাকা (কেন্দ্র) |
স্নাতক সাধারণ কোর্স | 3,600 টাকা | 12,000 টাকা (রাজ্য) + 6,840 টাকা (কেন্দ্র) |
10 + 2 ইন্টারমিডিয়েট সিস্টেম পলিটেকনিক আইটিআই কোর্সে পাঠরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা | 2,760 টাকা | 12,000 টাকা (রাজ্য) + 4,560 টাকা (কেন্দ্র) |
ফার্মাসি/ ল/ নার্সিং ও হোটেল ম্যানেজমেন্ট সহ প্রভৃতি কোর্সের জন্য | 6,360 টাকা | 12,000 টাকা (রাজ্য) + 9,840 টাকা (কেন্দ্র) |
মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ এমফিল/ পিএইচডি/ এমএল এম শিক্ষার্থ | 6,600 টাকা | 14,400 টাকা (রাজ্য) + 14,400 টাকা (কেন্দ্র) |
আরও পড়ুনঃ এবারে শুধুমাত্র 60% নম্বরেই পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
OBC বিভাগের শিক্ষার্থী:
বিভাগ | ডে স্কলার ও হোস্টেলার |
পি ম্যাট্রিক স্কলারশিপ | 4,000 টাকা |
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ | 10,000 টাকা (রাজ্য) + 10,000 টাকা (কেন্দ্র) |
স্নাতক সাধারণ কোর্স | 6,000 টাকা (রাজ্য) + 2,000 টাকা (কেন্দ্র) |
10 + 2 ইন্টারমিডিয়েট সিস্টেম পলিটেকনিক আইটিআই কোর্সে পাঠরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা | 5,000 টাকা |
ফার্মাসি/ ল/ নার্সিং ও হোটেল ম্যানেজমেন্ট সহ প্রভৃতি কোর্সের জন্য | 8,000 টাকা (রাজ্য) + 5,000 টাকা (কেন্দ্র) |
মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং/ এমফিল/ পিএইচডি/ এমএল এম শিক্ষার্থ | 10,000 টাকা (রাজ্য) + 10,000 টাকা (কেন্দ্র) |
ওয়েসিস স্কলারশিপ আবেদন প্রক্রিয়া (Oasis scholarship Application)
ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনে আবেদন করা হয়ে গেলে সেটি ডাউনলোড করে একটি প্রিন্ট কপি নিজের স্বাক্ষর করে সমস্ত ডকুমেন্টস সহ নিজের শিক্ষা প্রতিষ্ঠান বা BDO অফিসে জমা দিতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তা নিচে পয়েন্ট করে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- সর্বপ্রথম ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে (oasis.gov.in) প্রবেশ করতে হবে।
- এরপরে সেখানে হোমপেজে “Students Corner” অপশন থেকে “Students Registration” অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে আপনি যে জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই জেলাটি সিলেক্ট করতে হবে।
- এরপর স্ক্রিনে একটি গুরুত্বপূর্ণ পপ আপ মেসেজ আসবে এবং কি কি করতে হবে তা লেখা থাকবে।
- তারপরে কাস্ট সার্টিফিকেটটি ভেরিফাই করতে হবে এবং নিজের নাম জন্মতারিখ বয়স জেন্ডার আধার নম্বর সহ সমস্ত তথ্য ভালো করে পূরণ করতে হবে।
- আপনার যে ব্যাংক একাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করা আছে সেটি উল্লেখ করতে হবে এবং চেকবক্সে ক্লিক করে ক্যাপচা পূরণ করতে হবে। তারপরে “Proceed” বাটনে আমি ক্লিক করতে হবে।
- তারপরে যে পেজটি আসবে সেটি হল “Primary Details of Student” যেখানে অভিভাবকের নাম নিজের কাস্টের নাম ও কোর্সের ধরন বাছাই করতে হবে।
- এখন “Authority & Contact Details” এর জায়গায় পারিবারিক বার্ষিক আয়, আধার নম্বর, ব্লক বা মিউনিসিপ্যালিটি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর সহ ইত্যাদি তথ্য দিতে হবে।
- তারপরে “Student Class Details” এর জায়গায় শেষ পরীক্ষা কত সালে হয়েছে তা উল্লেখ করতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। “Download Acknowledgement Slip” অপশনে ক্লিক করে সিলেটি ডাউনলোড করে রাখতে হবে পরবর্তীতে রিনিউয়াল করার সময় কাজে লাগবে।
- রেজিস্ট্রেশনের পরে লগইন করে বাকি তথ্যগুলি Present Address ও Permanent Address গুলো পূরণ করতে হবে। এছাড়াও আপনার অভিভাবকের নাম পেশা ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
- “Education Details” এর স্থানে বর্তমান ও তার আগে শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ও পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য দিতে হবে।
- এরপরে ব্যাংক ইনফরমেশন দিয়ে Verify & Lock Application অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পর অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে নিতে।
- সবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে তা কাউন্সিলর বা পঞ্চায়েত সভাপতি বা সরকারি অফিসারকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠান বা BDO বা DWO অফিসে গিয়ে জমা দিতে হবে।
Oasis scholarship Official Website | Apply Now |
আরও পড়ুনঃ ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা পাবে সর্বোচ্চ 33,000 টাকা
ওয়েসিস স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- মাধ্যমিক এডমিট কার্ড। ( পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে)
- উচ্চ মাধ্যমিক মার্কশীট। (স্নাতক স্তরে)
- শেষ ফাইনাল পরীক্ষার মার্কশীট।
- পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- ব্যাংক পাসবুক।