সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

PM Vishwakarma Yojana: আবেদন করলেই মিলবে 3 লক্ষ টাকা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কারা পাবে ও কি কি ডকুমেন্টস লাগবে

Last Updated:
জয়েন করুন

দেশের সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একের পর এক নতুন নতুন প্রকল্প চালু হয়েছে। এবার দেশের কারিগরদের প্রযুক্তিভাবে উন্নত করার লক্ষ্যে চালু হলো নতুন প্রকল্প, যার নাম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। আমাদের দেশের বেশিরভাগ মানুষই কারিগরি পেশার সঙ্গে যুক্ত রয়েছে। যে সমস্ত মানুষ বংশ পরম্পরায় কারিগরি কিংবা ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে কাজ করে চলেছে তাদের প্রযুক্তিগত শিক্ষা, আর্থিক সুবিধা ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই কাজ করে চলেছে এই বিশ্বকর্মা প্রকল্প।

বর্তমানে পিএম বিশ্বকর্মা যোজনার জনপ্রিয়তা একদম তুঙ্গে। আর্থিক সুবিধা ছাড়াও এই প্রকল্পে মিলবে বিশেষ প্রশিক্ষণ, তাও একদম বিনামূল্যে। এছাড়াও ট্রেনিং শেষে আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন? কারা কারা পাবে এই প্রকল্পের সুবিধা, ডকুমেন্টস কি কি লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরলাম।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)

প্রকল্পের নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা
প্রকল্পের ধরণ কেন্দ্র সরকারের প্রকল্প
সুবিধা 3 লক্ষ টাকা ও বিশেষ প্রশিক্ষণ
সুবিধাভোগী কারিগরি পেশার যুক্ত মানুষ
আবেদন মাধ্যম অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট pwvishwakarma.gov.in

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত ধরে 2023 সালে 17 ই সেপ্টেম্বর PM Vishwakarma Yojana সারা দেশ জুড়ে চালু করা হয়। দেশের কারিগরদের সুবিধার্থে চালু করা হয় এই বিশেষ প্রকল্প। কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়, আর্থিক পরিসেবা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়। বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ সুবিধা ভোগ করছেন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় মোট 18 টি পেশার কারিগররা এই সুবিধা পাবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে ক্ষুদ্র কারিগরদের নিজেদের ব্যবসা আরও বড় করে তোলার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করবে সরকার। শুধু তাই নয় এর পাশাপাশি বিভিন্ন রকম সরঞ্জাম কেনার জন্য ঋণ, বিশেষ প্রশিক্ষণ এবং ডিজিটালি ভাবে মার্কেট সাপোর্টের সুবিধা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সুবিধা

প্রধানমন্ত্রী যোজনায় নথিভূক্ত কারিগরদের ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও কিভাবে নিজের ব্যবসা বৃদ্ধি করতে হবে সেই বিষয়েও বিশেষ এখন দেওয়া হবে। কারিগরদের ট্রেনিং চলাকালীন সরকারের তরফ থেকে নির্দিষ্ট ভাতাও দেওয়া হবে। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য প্রত্যেককে ইন্সেন্টিভ দেওয়া হবে। এছাড়াও সঙ্গে থাকছে ঋণ নেওয়ার ব্যবস্থাও তাও আবার স্বল্প সুদের বিনিময়ে।

  • কারিগর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলবে 5 থেকে 7 দিন বা ঘন্টার হিসেবে প্রায় 40 ঘন্টা প্রশিক্ষণ।
  • প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন 500 টাকা ভাতা দেওয়া হবে।
  • প্রার্থীরা চাইলে আরও বাড়তি 15 দিনের বা 120 ঘন্টার প্রশিক্ষণেও অংশগ্রহণ করতে পারবে।
  • প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রার্থীকে ট্রেনিংয়ের সার্টিফিকেট দেওয়া হবে।
  • আধুনিক যন্ত্রপাতি বা টুলকিট কেনার জন্য 15,000 টাকা দেওয়া হবে।
  • আর্থিক ঋণ হিসেবে প্রথমে 1 লক্ষ টাকা দেওয়া। লোনে সুদের হার মাত্র 5% থাকবে। এই লোন 18 মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
  • প্রথম লোন সঠিক সময়ের মধ্যে পরিশোধ করলে দ্বিতীয়বারের জন্য আবারও ঋণ মিলবে 2 লক্ষ টাকা। দ্বিতীয়বারের লোনটি 30 মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

বিশ্বকর্মা প্রকল্পের যোগ্যতা কি লাগবে

  • আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • এই প্রকল্পে আবেদনকারী কে যেকোনো কারিগরি পেশা বা শিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স 18বছর হতে হবে।
  • আবেদনকারীর প্রার্থীর যদি বিগত 5 বছরে অনুরূপ কোন কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ক্রেডিট ভিত্তিক প্রকল্পের অধীনে ঋণ (যেমন – PM SVANidhi, PMEGP, MUDRA) থাকে তাহলে সে আবেদন করতে পারবে না। তবে এক্ষেত্র যারা ঋণ পরিশোধ করেছেন তারা পুনরায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনে আবেদন করতে পারবে।
  • কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরিতে নিযুক্ত কোন আবেদনকারী বা তার পরিবারের সদস্যরা প্রকল্পে আবেদন করতে পারবে না।

আরো দেখো: WB Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্প থেকে 3600 টাকা স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রশিক্ষণ! আবেদন করুন এইভাবে

বিশ্বকর্মা যোজনা কারা পাবে। বিশ্বকর্মা যোজনা লিস্ট

1. কামার
2. কাঠমিস্ত্রি
3. ঝারু প্রস্তুত কারক
4. কুমোর
5. নৌকা নির্মাতা
6. তালা মিস্ত্রি
7. রাজমিস্ত্রি
8. ধোপা
9. নাপিত
10. মুচি
11. স্বর্ণকার
12. ছুতোর মিস্ত্রি
13. দর্জি
14. টুল কিট কারিগর এবং হাতুড়ি কারিগর
15. স্টোন ব্রেকার, ভাস্কর (মূর্তিকর, স্টোন কারবার)
16. মাদুর ওয়ালা, ঝুড়িওয়ালা, ঝাড়ু ওয়ালা
17. অস্ত্র নির্মাণকারী বা মেরামতকারী
18. পুতুল এবং খেলনা বিক্রেতা

আরো দেখো: SVMCM Fund Update 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে দেখুন বিস্তারিত

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন

আগ্রহী প্রার্থীরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য সরাসরি অনলাইন ও অফলাইন উভয় ভাবেই আবেদন করতে পারবে।

বিশ্বকর্মা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন: অনলাইনে আবেদনের জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট (pwvishwakarma.gov.in) প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।  রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটি ভালো করে পূরণ করতে হবে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ওয়েবসাইট Apply Now

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ফর্ম PDF: অফলাইনে আবেদন করতে হলে সে ক্ষেত্রে আপনাকে জেলা শিল্প কেন্দ্র বা DIC অফিসে গিয়ে আবেদন করতে হবে।

বিশ্বকর্মা যোজনা কি কি ডকুমেন্টস লাগবে

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • পেশার প্রমানপত্র
  • মোবাইল নাম্বার
  • ব্যাংকের তথ্য
  • পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হেল্পলাইন নম্বর:

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং সাহায্য পেতে আপনি নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

টোল ফ্রি নম্বর 1800-2677777
সাধারণ নম্বর 011-23061574
নোডাল অফিসারের নম্বর 011-23061176
ইমেইল [email protected]