রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য নিয়ে চলে এলাম আবারও একটি নতুন চাকরির আপডেট। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের PNB Apprentice Recruitment অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সবমিলিয়ে 2700 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। পদের নাম, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হলো।
PNB Apprentice Recruitment
বিজ্ঞপ্তি নম্বর | E/5/2024-C-2 SECTION (E-9150) |
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | 2700 টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
নিয়োগকারী সংস্থা | PNB |
পদের নাম
Apprentice
মোট শূন্যপদ
এখানে সর্বমোট 2700 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
স্টাইপেন্ড
উক্ত পদে নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে 10,000 থেকে 15000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে নূন্যতম গ্রাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে।
আরও পড়ুনঃ SSC MTS Notification 2024: মাধ্যমিক পাশে MTS ও হাবিলদার নিয়োগ, মোট শূন্যপদের সংখ্যা 8,326 টি
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের তিনটি ধাপে নিয়োগ করা হবে। যথা
- Online Written Test
- Test of Local Language
- Medical Examination
আবেদন প্রক্রিয়া
সকল আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপরের নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন ফরমটি ভালো করে পূরণ করতে হবে। সমস্ত দরকারি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে সবকিছু ভালো করে দেখে নিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এখানে আগামী 14 ই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
Official Website | Apply Now |
Official Notice | Download Now |