PNB Scholarship: শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে, অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের শিক্ষা অসম্পূর্ণ রেখে দিতে বাধ্য হন। এই চিত্র পাল্টে দিতে এগিয়ে এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)। শিক্ষার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গ হিসেবে চালু হলো PNB Housing Finance Protsahan Scholarship। এই স্কলারশিপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। PNB হাউজিং ফাইনান্স, পেহেল ফাউন্ডেশন এবং বিদ্যাসারথী পোর্টালের যৌথ উদ্যোগে চালু হয়েছে এই PNB Protsahan Scholarship।
আজকের এই প্রবন্ধেটি পড়ে আপনি জানতে পারবেন এই PNB Scholarship সম্পর্কে সবকিছু। কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাওয়া যাবে, কোন বিভাগে কত টাকা দেওয়া হবে, আবেদন করার পদ্ধতি কী এবং কবে আবেদন শেষ হবে সহজ ভাষায় সাজানো আছে সব প্রয়োজনীয় তথ্য।
কত টাকা পর্যন্ত পাওয়া যাবে ?
এই স্কলারশিপের আওতায়, যোগ্যতা অনুযায়ী, ছাত্রছাত্রীরা বছরে ১০,০০০ টাকা থেকে শুরু করে ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। শুধু তাই নয়, এটি একটি প্রাইভেট স্কলারশিপ হওয়ায়, আপনি অন্যান্য সরকারি বা বেসরকারি স্কলারশিপের পাশাপাশিও এর জন্য আবেদন করতে পারেন।
এই স্কলারশিপের উদ্দেশ্য:
- দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করা।
- শিক্ষার মাধ্যমে তাদের জীবনে আলোকিত পথ দেখানো।
- দেশের উন্নয়নে তাদের ভূমিকা পালনে সহায়তা করা।
কারা আবেদন করতে পারবেন? (PNB Scholarship Eligibility)
- যাদের মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকবে।
- ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
- আবেদনকারী ছাত্রছাত্রীদের বাৎসরিক পারিবারিক আয় ৩,০০,০০০ টাকার নিচে হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই BA, BCA, BSc, B.Com-এর মতো ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
- আবেদনকারীর নিজস্ব বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
কোন কোন বিভাগে কত টাকা স্কলারশিপ দেওয়া হবে?
- নবম শ্রেণী – বছরে ১০,০০০ টাকা
- দশম শ্রেণী – বছরে ১০,০০০ টাকা
- একাদশ ও দ্বাদশ শ্রেণী – বছরে ১২,৫০০ টাকা
- ITI-তে পাঠরত পড়ুয়াদের জন্য – বছরে ১৫,০০০ টাকা
- ডিপ্লোমা পাঠরত পড়ুয়াদের জন্য – বছরে ২৫,০০০ টাকা
- আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য – বছরে ৩০,০০০ টাকা
- MTech-এর ছাত্রছাত্রীদের জন্য – বছরে ৩০,০০০ টাকা
- পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য – বছরে ৪০,০০০ টাকা
আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা পাবে ১০,০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া (PNB Scholarship Apply)
- বিদ্যাসারথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপরে “PNB Housing Finance Protsahan Scholarship” লিঙ্কে ক্লিক করতে হবে।
- তারপরে “Apply Now” বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে।
- নির্দেশ অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
- এরপরে সমস্ত দরকারী নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সবকিছু আরও একবার ভালো করে চেক করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- পরিচয়পত্রের প্রমাণ (যেমন, আধার কার্ড, ভোটার আইডি)
- স্থায়ী ঠিকানার প্রমাণ
- পারিবারিক আয়ের প্রমাণ
- পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ
- চলতি বছরের ফি-এর নোটিশ
বিস্তারিত জানুন | Details |
আবেদনের লিঙ্ক | Apply Here |