সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

Swami Vivekananda Scholarship: 60% নম্বরেই পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

Last Updated:
জয়েন করুন

আজকের দিনে একজন গরিব শিক্ষার্থীর পক্ষে তার পড়াশোনা খরচ চালানো অনেকটাই দুঃসাধ্য ব্যাপার।  আমাদের রাজ্যে এমন অনেক শিক্ষার্থী আছে যারা  নিজেদের পড়াশোনা খরচ চালাতে হিমশিম খেয়ে ওঠে।  আর এমন অবস্থায় মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর অনেক শিক্ষার্থী নিজেদের পড়াশোনা চালাতে পারে না। আবার অনেক শিক্ষার্থী তো পড়াশোনা প্রায় ছেড়েই দেয়। এই সব শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একাধিক স্কলারশিপের প্রচলন রয়েছে।  আর এইসব স্কলারশিপ গুলির মধ্যে একটি অন্যতম স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) থেকে  প্রাপ্ত আর্থিক সাহায্য অনেক শিক্ষার্থীদের পড়াশোনায় একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। আজকের এই নিবন্ধে  আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) সম্পর্কে যাবতীয় বিস্তারিত আলোচনা করব।  এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কত টাকা পাওয়া যাবে, কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে, কবে আবেদন শুরু হবে প্রভৃতি তথ্য তুলে ধরব।

স্কলারশিপের নামস্বামী বিবেকানন্দ স্কলারশিপ
সুবিধা12,000 টাকা থেকে 60,000 টাকা টাকা
যোগ্যতামাধ্যমিক থেকে স্নাতকোত্তর
আবেদন মাধ্যমঅনলাইন
প্রদানকারীপশ্চিমবঙ্গ সরকার
অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2024)

আমাদের রাজ্যের অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী  বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। প্রতিবছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করে থাকে এবং একটি নির্দিষ্ট অংকের আর্থিক সুবিধা লাভ করে থাকে। আগে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে প্রায় ৭৫%  নম্বর দরকার থাকতো, কিন্ত  এখন এই কলারশিপে ৬০% নম্বর পেলে আবেদন করা যায়। আজকের দিনে এই স্কলারশিপ শিক্ষার্থীদের পড়াশোনায় একটি অন্যতম মুখ্য ভূমিকা পালন করে থাকে। রাজ্যের অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত শ্রেণীর শিক্ষার্থীদের  পড়াশোনায় এই স্কলারশিপ অনেকটাই সাহায্য করে থাকে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে

পশ্চিমবঙ্গের  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর থেকে একদম পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা এই স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) সুবিধা পেয়ে থাকে।

  •  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী।
  •  সাধারণ স্নাতক (B.A, B.Sc, B.Com) ও ডিপ্লোমা এবং আইটিআই কোর্সের শিক্ষার্থী।
  • AICTE -র অধীনে  ইঞ্জিনিয়ারিং কোর্সে (B.Tech, B.E, B.Arch & M.Tech) পাঠরত শিক্ষার্থী।
  •  মেডিকেল (MBBS, BDS, Diploma) কোর্সের শিক্ষার্থী।
  •  ফার্মাসি (B.Pharm, M.Pharm) কোর্সের শিক্ষার্থী। 
  •  নার্সিং (ANM/GNM/B.Sc) কোর্সের শিক্ষার্থী। 
  •  প্যারামেডিকেল কোর্সের শিক্ষার্থী
  •  পোস্ট গ্রেজুয়েশন বা মাস্টার্স (M.A, M.Sc) কোর্সের শিক্ষার্থী।
  •  বি এড (B.Ed) কোর্সের শিক্ষার্থী। 
  •  এমফিল (M.Phil) বা পিএইচডি (PHd) কোর্সের শিক্ষার্থী।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যোগ্যতা

  • এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই কমপক্ষে ৬০% নাম্বার পেতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যেকোন স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পাঠরত অবস্থায় থাকতে হবে।
  • শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় 2,50,00 টাকার কম হতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোন সরকারি স্কলারশিপ বা বৃত্তি পেয়ে থাকলে এই কলারশিপে আবেদন করা যাবে না।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়

একাদশ ও দ্বাদশ শ্রেণী12,000 টাকা
স্নাতক কোর্স (B.A) – আর্টস বিভাগ12,000 টাকা
স্নাতক কোর্স ( B.Com) – কমার্স বিভাগ12,000 টাকা
স্নাতক কোর্স (B.Sc) – বিজ্ঞান বিভাগ18,000 টাকা
অন্যান্য UG কোর্স (BBA, BCA)18,000 টাকা
স্নাতকোত্তর কোর্স (B.A) – আর্টস বিভাগ24,000 টাকা
স্নাতকোত্তর কোর্স (B.Com) – কমার্স বিভাগ24,000 টাকা
স্নাতকোত্তর কোর্স (B.Sc) – বিজ্ঞান বিভাগ30,000 টাকা
অন্যান্য PG কোর্স (MBA, MCA)30,000 টাকা
পলিটেকনিক18,000 টাকা
মেডিক্যাল কোর্স 60,000 টাকা
B.Sc নার্সিং কোর্স 60,000 টাকা
GNM নার্সিং কোর্স, প্যারামেডিক্যাল18,000 টাকা
ফার্মাসি কোর্স60,000 টাকা
ইঞ্জিনিয়ারিং কোর্স (UG, PG & AICTE Approved)60,000 টাকা

আরও পড়ুনঃ ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা পাবে সর্বোচ্চ 33,000 টাকা

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আবেদন করতে হবে

(1) প্রথমে আবেদনকারী শিক্ষার্থীকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

(2) এরপরে সেখানে New Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

(3) রেজিস্ট্রেশনের জন্য সেখানে নিজের বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে।

(4) রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর একটি এপ্লিকেশন আইডি তৈরি হবে যা দিয়ে লগইন করতে হবে।

(5) এক্ষেত্রে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আবেদনকারী শিক্ষার্থী তার রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবে এবং আবেদনকারী রেজিস্ট্রেশন আইডিটি নির্দিষ্ট ইমেইল আইডিটিতে পাঠানো হবে।

(6) তারপরে আবেদনকারী প্রার্থীকে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচাটি ভালো করে পূরণ করে লগইন করতে হবে।

(7) লগইন করার পর সামনে একটি আবেদন ফরম ভেসে উঠবে এবং সেটিকে সমস্ত তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।

(8) আবেদনপত্র পূরণ করা পাশাপাশি সমস্ত দরকারী ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

(9) ডকুমেন্টস গুলো আপলোড করার সময় PDF তৈরি করে আপলোড করতে হবে এবং আর সাইজ অবশ্যই 300Kb থেকে 400 Kb মধ্যে হতে হবে।

(10) সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে কিনা সেটি দেখার জন্য একটি পেজ খুলে যাবে।

(11) এরপর সেখান থেকে সমস্ত তথ্য এবং আপলোড করা ডকুমেন্টগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নিতে হবে।

(12) এরপর সবশেষ ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অফিসিয়াল পোর্টালApply Now
অফিসিয়াল গাইডClick Here

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে ফরম ফিলাপ করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো নিজের কাছে রাখতে হবে সেগুলি হল

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • শিক্ষার্থীর স্বাক্ষর।
  • আধার কার্ড।
  • পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট।
  • ভর্তির রশিদ বা এডমিশন ফি রসিদ।
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
  • ব্যাংক একাউন্ট।
  • বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর।

আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা পাবে ১০,০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন বিস্তারিত

হেল্পলাইন নম্বর

অনলাইন আবেদনের সময় কোন সমস্যা হলে অথবা অন্যান্য কোনো জরুরী তথ্যের জন্য‌ স্কলারশিপের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

Email: [email protected]

Toll Free No: 18001028014

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের পড়াশোনার খরচ খুব সহজেই চালাতে পারে। নিম্নবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আগ্রহ স্কলারশিপের মূল লক্ষ্য।