সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? ট্যাবের টাকা কবে ঢুকবে 2024 New Update

Last Updated:
জয়েন করুন

বেশির ভাগ ছাত্রছাত্রীদের কাছে এখন একটাই প্রশ্ন তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? তো  তোমারা জানো মাধ্যমিক পাশ করলেই মোবাইল কেনার জন্য 10,000 টাকা হয়। আজকের এই ডিজিটাল যুগে সবার হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হয়েছে “তরুণের স্বপ্ন” প্রকল্প। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি ছাত্র-ছাত্রীকে মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলে উপকৃত হবে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী। মূলত ডিজিটাল শিক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রত্যেক তরুণের হাতে একটি করে স্মার্টফোন পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

আগেও রাজ্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী , রুপশ্রী , যুবশ্রী সহ একাধিক সুবিধাযুক্ত প্রকল্প চালু করেছে। কিন্তু এই বারের এই নতুন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই সহায়ক। মাধ্যমিক পাশের পর ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা পেয়ে যাবে। কিভাবে এই টাকা পাওয়া যাবে, এই বছরের তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? এবং আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি তুলে ধরলাম।

পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্প কি?

প্রকল্পের নাম তরুণের স্বপ্ন প্রকল্প
প্রদানকারী রাজ্য সরকার
সুবিধা মোবাইল কেনার জন্য 10,000 টাকা
কাদের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রী
আবেদন প্রক্রিয়া নিজের স্কুলে
অফিসিয়াল ওয়েবসাইট banglarshiksha.gov.in

করোনা মহামারীর সময় যখন সারা রাজ্য তথা দেশজুড়ে শিক্ষা ব্যবস্থা একেবারে থমকে গিয়েছিল, তখন থেকেই শিক্ষাব্যবস্থার একটা অন্যতম মাধ্যম হয়ে ওঠে অনলাইন ক্লাস। তবে রাজ্যের বহু শিক্ষার্থীর কাছে নিজেদের স্মার্টফোন বা ট্যাব না থাকায় তারা সেই মতো ক্লাস করে উঠতে পারেনি। আর তখন থেকেই রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের মোবাইল কেনার মারফত 10,000 টাকা দেওয়ার জন্য শুরু করা হয় এই তরুণের স্বপ্ন প্রকল্প।

2021 চালু হওয়া এই প্রকল্পে এখনো পর্যন্ত লক্ষাধিক ছাত্র-ছাত্রী তাদের মোবাইল কেনার জন্য টাকা পেয়েছে। ক্রমবর্ধমান ডিজিটাল যুগে শিক্ষার্থীরা যাতে আরো ভালো হবে নিজেদের পড়াশোনার প্রস্তুতি নিতে পারে এই লক্ষ্যেই কাজ করে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্প।

কারা আবেদন করতে পারবে

  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই রাজ্য সরকারের অন্তর্গত যেকোনো বিদ্যালয় বা মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  • যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পে টাকা পেয়ে থাকে।
  • তবে নতুন আপডেট অনুযায়ী এবার থেকে মাধ্যমিক পাশের পর একাদশ শ্রেণী থেকেই এই টাকা দেওয়া হবে।

আরো দেখো: SVMCM Fund Update 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে দেখুন বিস্তারিত

তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে?

এখন সবার মনে একটাই প্রশ্ন তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? চলতি বছরের রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন এবার থেকে একাদশ শ্রেণী থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একসঙ্গেই মোবাইল বা ট্যাবের টাকা হিসেবে 10,000 টাকা দেওয়া হবে। সেই হিসেবে বিগত বছরের তুলনায় চলতি বছরে তরুণী স্বপ্ন প্রকল্পের বাজেট 2 হাজার কোটি টাকা ঠিক করেছে রাজ্য শিক্ষা দপ্তর।

তবে বিগত বছরগুলিতে অনেক ভুল ভ্রান্তির জন্য অনেক ছাত্র-ছাত্রী টাকা পায়নি। তাই এই বছরে ট্যাবের টাকা পেতে ছাত্র-ছাত্রীদের যাতে কোনোরকম সমস্যা না হয় সেই জন্য শিক্ষা দপ্তর একটি পরিষ্কার গাইডলাইন প্রকাশ করেছে। সেই সঙ্গে রাজ্যের স্কুলগুলি কেউ কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোন ছাত্র-ছাত্রী ট্যাবের টাকা থেকে বঞ্চিত না হয়।

যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা একসঙ্গে দেওয়া হবে তাই তাদের আধার কার্ড ব্যাংক ডিটেইলস সহ আরও সব কিছু স্কুলে জমা করতে হবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুলে আবেদন ফর্ম ও সমস্ত ডকুমেন্টস ছাত্র-ছাত্রীদের জমা করতে বলা হয়েছে। তবে বিগত কয়েক বছরের টাকা পাওয়ার রেকর্ড দেখলে বোঝাই যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা টাকা পাবে আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস নাগাদ।

আরো সুযোগ: Vidyadhan Scholarship: বছরে 10,000 টাকা পাওয়া যাবে বিদ্যাধন স্কলারশিপ থেকে, নূন্যতম মাধ্যমিক যোগ্যতায়

তরুণের স্বপ্ন প্রকল্প আবেদন প্রক্রিয়া (Tab Money Apply)

আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের নিজ নিজ স্কুল থেকে Student DCF ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপরে সেই ফর্মে নিজের নাম, বাবার নাম, স্কুলের নাম, বয়স, আধার কার্ডের নম্বর সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য ভালো করে পূরণ করতে হবে। সঙ্গে সমস্ত দরকারি ডকুমেন্টসগুলো জেরক্স করে স্কুলে জমা করতে হবে। এরপরে স্কুলের শিক্ষকরা সেই সমস্ত তথ্য অনলাইনে আপলোড করবেন।

কি কি কাগজপত্র লাগবে?

  • আধার কার্ড।
  • মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট।
  • উচ্চমাধ্যমিক স্তরে ভর্তির স্বীকৃতি।
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।

বিস্তারিত জানতে ভিজিট করুন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের ওয়েবসাইট: banglarshiksha.gov.in