মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর এবার শিক্ষার্থীরা টাটা ক্যাপিটাল স্কলারশিপ থেকে পেয়ে যাবে বছরে 12,000 টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা। ভারতের অত্যন্ত জনপ্রিয় সংস্থা টাটা ক্যাপিটাল লিমিটেড এবার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলো টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ নামের এক এই দুর্দান্ত স্কলারশিপ প্রোগ্রাম। মাধ্যমিক পাশ থেকে শুরু করে একেবারে উচ্চমাধ্যমিক পাশ এবং আন্ডার গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা নিতে পারবে।
চলতি বছরের শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিজের ঘরে বসেই খুব সহজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন সেরে ফেলা যাবে। স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ কত ইত্যাদি যাবতীয় বিষয় জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
টাটা ক্যাপিটাল স্কলারশিপ: TaTa Capital Scholarship
স্কলারশিপের নাম | টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ |
স্কলারশিপের ধরণ | প্রাইভেট স্কলারশিপ |
সুবিধা | 10,000 -12,000 টাকা |
কাদের জন্য | মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, UG, Diploma,Polytecnic |
আবেদন মাধ্যম | অনলাইন |
প্রদানকারী | Tata Capital Limited |
অফিসিয়াল ওয়েবসাইট | www.tatacapital.com |
টাটা ক্যাপিটাল লিমিটেড (Tata Capital Limited) টাটা গ্রুপেরই একটি আর্থিক পরিষেবা শাখা। উচ্চশিক্ষায় সহায়তার জন্য ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ পোগ্রাম। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলার লক্ষ্যই হলো এই স্কলারশিপের মূল উদ্দেশ্য। টাটা স্কলারশিপে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা বছরে তাদের পড়াশোনার খরচের প্রায় 80% এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে।
টাকার পরিমাণঃ ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে বছরে 10,000 টাকা থেকে 12,000 টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
কারা কারা আবেদন করতে পারবে
টাটা স্কলারশিপে মাধ্যমিক পাশের পর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং আন্ডার গ্রাজুয়েশন (B.A,B.Sc, B.Com), পলিটেকনিক, ডিপ্লোমা কোর্সে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
টাটা স্কলারশিপ যোগ্যতা
- আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ভারত সরকার দ্বারা অনুমোদিত যেকোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রেগুলার কোর্সে পাঠরত থাকতে হবে। ডিসটেন্স কোর্সের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না।
- শিক্ষার্থীকে তার শেষ বার্ষিক পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ শুধুমাত্র ভারতীয় শিক্ষার্থীরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
টাটা আবেদন প্রক্রিয়া : TaTa Scholarship Apply Online
আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য প্রথমে টাটা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনফর্মটি সমস্ত তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। পাশাপাশি সমস্ত দরকারি ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে সবকিছু ভালো করে দেখে নিয়ে আবেদনফর্মটি সাবমিট করতে হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ছাত্রছাত্রীরা তাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি নম্বর পাবে। যেটি ভালো করে নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতে স্কলারশিপের স্ট্যাটাস ও আরও অন্যান্য রেফারেন্সের জন্য।
Official Website | Apply Now |
আবেদনের সময়সীমা : TaTa Capital Scholarship 2024 Last Date
ছাত্রছাত্রীরা নিজের ঘরে বসে সহজে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে সহজে আবেদন করে নিতে পারবে। চলতি বছরে এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ হল 15 সেপ্টেম্বর।
আরও দেখুনঃ ন্যাশনাল স্কলারশিপ 2024: শিক্ষার্থীরা পাবে 50,000 টাকা, কিভাবে পাবেন রইল নতুন আপডেট
দরকারি ডকুমেন্টস : TaTa Capital Scholarship Documents
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- আইডেন্টিটি প্রুভ হিসাবে আধার কার্ড।
- ভর্তির রশিদ প্রমাণপত্র, আইডেন্টিটি কার্ড বা অন্যান্য সার্টিফিকেট।
- শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট বা গ্রেড কপি।
- পারিবারিক আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট।
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।
- কাস্ট সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)