সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

Vidyadhan Scholarship: বছরে 10,000 টাকা পাওয়া যাবে বিদ্যাধন স্কলারশিপ থেকে, নূন্যতম মাধ্যমিক যোগ্যতায়

Last Updated:
জয়েন করুন

বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়ের কাছ থেকে এক বা একাধিক স্কলারশিপের সুবিধা পেয়ে থেকে। আর আজকের প্রতিবেদনেও শিক্ষার্থীদের জন্য এমনই একটি স্কলারশিপের আপডেট নিয়ে এসেছি। বছর প্রতি 10,000 টাকার অনুদান পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে। মেধাবী ছাত্রছাত্রীদের কাছে এটি অন্যতম একটি সুযোগ। ইতিমধ্যেই বিদ্যাধন স্কলারশিপ স্কলারশিপের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে এই স্কলারশিপের আবেদন করতে পারবে, কারা পাবে এই স্কলারশিপ, যোগ্যতা কি লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Vidyadhan Scholarship 2024

স্কলারশিপের নামবিদ্যাধন স্কলারশিপ
সুবিধা10,000 টাকা
কাদের জন্যমাধ্যমিক পড়ুয়া
আবেদন মাধ্যমঅনলাইন
প্রদানকারীSDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.vidyadhan.org

বিদ্যাধন স্কলারশিপ (Vidyadhan Scholarship) প্রত্যেক বছর মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার তাগিদে দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপ সরোজিনী দামোদর ফাউন্ডেশন দ্বারা পরিচালনা করা হয়। প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী এই স্কলারশিপের সুবিধা লাভ করে থাকে। এই সংস্থা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যসহ ভারতের আরও অন্যান্য রাজ্যে এই বিদ্যাধন স্কলারশিপ প্রদান করে থাকে।

বিদ্যাধন স্কলারশিপের টাকার পরিমাণ (Amount)

শিক্ষার্থীরা মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা কালীন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতি বছর 10,000 টাকা করে মোট 20,000 টাকার আর্থিক সহযোগিতা লাভ করতে পারবে এই স্কলারশিপ থেকে।

বিদ্যাধন স্কলারশিপ কারা যোগ্য (Vidyadhan Scholarship Eligibility)

  • আবেদনকারী শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 80 শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে 65 শতাংশ নম্বর থাকতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার নিচে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection)

প্রথমে আবেদনকারী শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স, সামগ্রিক যোগ্যতা এবং আবেদন পত্রের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এরপরে শর্ট লিস্ট শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

আরও পড়ূনঃ রাজ্য সরকারের ওয়েসিস স্কলারশিপ, শুধুমাত্র পাশ করলেই মিলবে এত টাকা

বিদ্যাধন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া (Vidyadhan Scholarship Online Apply)

শিক্ষার্থীদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে সহজে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, ইমেইল আইডি ও একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর সামনে আবেদনপত্রটি চলে আসবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন পত্রটি ভালো করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত দরকারি ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।

শেষে সবকিছু আরও একাবার ভালো করে দেখে নিয়ে আবেদনপত্রটি সাবমিট করে আবেদন প্রকিয়া শেষ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে আপনার ইমেইল আইডিতে একটি মাসেজ চলে আসবে।

আবেদনের শেষ তারিখঃ ইতিমধ্যেই অনলাইনে আবেদন করতে শুরু হয়ে গিয়েছে। ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য 10 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে।

Official NoticeDownload Now
Official WebsiteApply Now
Last Date10.07.2024

প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents)

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড।
  • মাধ্যমিকের মার্কশিট।
  • পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  • প্রতিবন্ধীতা সার্টিফিকেট। (যদি থাকে)

হেল্পলাইন (Helpline)

স্কলারশিপ সম্পর্কে কোন রকম তথ্য জানতে চাইলে কিংবা কোনরকম থাকলে শিক্ষার্থীরা নিচে দেওয়া ইমেল আইডি ও হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

Email[email protected]
Helpline No+919663517131 (Mon- Fri)