সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

WB College Admission: কলেজে অনলাইনে ভর্তি শুরু 22 শে জুন থেকে, উচ্চশিক্ষা দপ্তরের সর্বশেষ আপডেট দেখুন বিস্তারিত  

Published On:
জয়েন করুন

রাজ্যের কলেজে ভর্তির ক্ষেত্রে (WB College Admission) গ্রাজুয়েশন কোর্সের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিবছরের তুলনায় এ বছর কলেজে ভর্তি হবে একটু অন্যভাবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে কলেজগুলিতে এই বছর থেকে। এবং এই বিষয়ে একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল শুরু করে দেওয়া হয়েছে যার কাজ এখনো চলছে।

লোকসভা নির্বাচনের জন্য আপাতত স্থগিত রয়েছে কলেজের স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। তবে জানা যাচ্ছে নির্বাচন মিটলেই আগামী ২২ শে জুন নাগাদ কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

WB College Admission: কিভাবে ভর্তি হতে হবে ?

শিক্ষার্থীদের আগে কলেজে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পছন্দমত কলেজগুলির প্রত্যেকটিতে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হতো।

নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে কলেজের স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই শিক্ষার্থীদের আবেদন জানাতে হবে। এই ওয়েবসাইটটির নাম হল WBCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালিস্ট এডমিশন পোর্টাল। আবেদন জানানোর পরে মেধা তালিকা প্রকাশিত হলে তখন শিক্ষার্থীরা নিজেদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে। সর্বশেষ পর্যায়ে কাউন্সেলিং এর মাধ্যমে ওই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

নতুন নিয়মে শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে? 

শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে ভর্তি হলে ভর্তি প্রক্রিয়া খুবই দ্রুত সম্পন্ন হবে। এছাড়াও নতুন নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তর দ্বারা পরিচারিত হওয়ায় এতে আরও বেশি স্বচ্ছতা আসবে যার ছাত্র-ছাত্রীদের জন্য আরও বিশেষভাবে সুবিধা প্রদান করবে।

আরও পড়ুনঃ এবার কলেজে ভর্তি হতে হবে সেন্ট্রালাইজড পদ্ধতিতে, কবে থেকে চালু আবেদন প্রক্রিয়া

কেন নতুন নিয়ম চালু হয়েছে? 

কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পেছনে অন্যতম মূল কারণ হলো কলেজগুলির হাতে যাতে মেধা তালিকা তৈরি করার আর কোন ক্ষমতা না থাকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজের বিরুদ্ধে ভর্তি নিয়ে নানা রকম অনিয়ম ও অভিযোগ উঠেছে। তাই সবশেষে শিক্ষা দপ্তরের এমন সিদ্ধান্ত।

কলেজে ভর্তির (WB College Admission) নতুন নিয়ম সংক্রান্ত আরও বিস্তারিত জানতে হলে শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারো। আর এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব দের মধ্যে শেয়ার করে দিও। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।