সরকারি প্রকল্পআপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হোন

WBCAP 2024: এবার কলেজে ভর্তি হতে হবে সেন্ট্রালাইজড পদ্ধতিতে, কবে থেকে চালু আবেদন প্রক্রিয়া

Last Updated:
জয়েন করুন

ইতিমধ্যেই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। আর এখন অনেক শিক্ষার্থীই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে রাজ্যের বিভিন্ন কলেজের ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় আছে। তার উপর এই বছর নতুন এডুকেশন পলিসি অনুযায়ী কিছু অটোনোমাস কলেজ ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয় গুলিতে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে ভর্তি করানো হবে।

কি এই সেন্ট্রালাইজড ভর্তি প্রক্রিয়া, কোন পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু হবে, কবে থেকেই বা শুরু হবে ভর্তি প্রক্রিয়া ইত্যাদি যাবতীয় তথ্য নিয়েই আজকের প্রতিবেদনটি তুলে ধরা হলো। WBCAP 2024 বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

WBCAP 2024 : সেন্ট্রালাইজড পদ্ধতিতে ভর্তি 

পোর্টালের নামWBCAP
সম্পূর্ণ নামWest Bengal Centralised Admission Portal
পরিচালিত সংস্থাWest Bengal State Council of Higher Education
আবেদন প্রক্রিয়াOnline
হেল্পলাইন নম্বর181001028014
ইমেইল আইডি[email protected]
অফিসিয়াল ওয়েবসাইটhttps://stage.wbcap.in/

উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীরা প্রতিবছর রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত বিভিন্ন কলেজে ভর্তি হত। এর জন্য শিক্ষার্থীরা সেই কলেজে কিংবা তাদের ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন করত। এক্ষেত্রে একই সাথে আবার অন্য কলেজের জন্য আবেদন করতে চাইলে আবার সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে আবেদন করতে হতো। কিন্তু এবছর থেকে চালু হলো নয়া নিয়ম। শিক্ষার্থীরা এখন থেকে একটি মাত্র পোর্টালের মাধ্যমে রাজ্যের অন্তর্গত তাদের পছন্দসই বিভিন্ন কলেজে আবেদন করতে পারবে।

উচ্চশিক্ষা কাউন্সিল অর্থাৎ আসন্ন ভবন দ্বারা পরিচালিত এই পোর্টালটি তৈরীর প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখন পোর্টালটি কাজের জন্য পিন দিয়ে সুরক্ষিত রয়েছে। সমস্ত কাজ হয়ে গেলে পোর্টালটি চালু হয়ে যাবে।

WBCAP 2024 পোর্টালে কতগুলি কোর্স রয়েছে? 

এই পোর্টালে ১৫ টা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় ৪৮০ টিরও বেশি কলেজ রয়েছে। এবং এই কলেজগুলিতে সব মিলিয়ে মোট ৬৪৭০ টির মতো গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

আরও পড়ূনঃ নবান্ন স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা পাবে ১০,০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন বিস্তারিত

WBCAP 2024 পোর্টালে আবেদন কিভাবে কর‍তে হবে? 

সবার প্রথমে আবেদনকারী শিক্ষার্থীদের WBCAP পোর্টালে গিয়ে নিজের ভ্যালিড ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড লগইন করতে হবে। লগইন করার পর বিভিন্ন কলেজের বিভিন্ন কোর্সগুলি সামনে চলে আসবে। এরপরে তুমি যে কোর্সের জন্য আবেদন করতে চাও সেখানে Apply অপশনে ক্লিক করে আবেদন ফর্ম ভালো করে পুরণ করতে হবে। সাথে সমস্ত দরকারি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

WBCAP 2024 Oifficial WebsiteApply Now

WBCAP কোটালে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? 

এই পোর্টালে আবেদন শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১লা জুলাই রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে লোকসভা নির্বাচনের ফলের অর্থাৎ পাঁচ তারিখ থেকে অর্থাৎ ৫ই জুলাই থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু করা হতে পারে।